মোঃ ফরহাদ রহমান খোকন, দিনাজপুর থেকে : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে যে
কোন ধরনের অপরাধী, অপহরণ, মাদক উদ্ধার, অপহৃত ভিকটিম উদ্ধারসহ দেশের শীর্ষ
সন্ত্রাসীদের গ্রেফতার করতে সার্বক্ষণিকভাবে তৎপর থাকে এবং অভিযান
পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন
কোম্পানী-১, দিনাজপুর এর আভিযানিক দল তারিখ ০৯ ফেব্রয়ারি ২০২১ খ্রিঃ
সন্ধ্যায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন কর্ণাই খালপাড়া গ্রামে অভিযান
পরিচালনা করে ১০০ (একশত) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল এবং মাদক ক্রয় বিক্রয়ে
ব্যবহৃত ০১টি মোটরসাইকেলসহ আসামী ১। মোঃ আরমান আলী (২৬), পিতা-
মোঃ আব্দুল হামিদ, সাং- কাজী কাটনা, ২। জুয়েল (২৭), পিতা মোঃ ই¯্রাফীল,
সাং- ঈশানপুর, উভয় থানা-কাহারোল, জেলা-দিনাজপুরদ্বয়’কে আটক করে।
তারিখ ১০/০২/২০২১ খ্রিঃ তারিখ গভীর রাতে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন
প্রাণকৃষ্ণপুর গ্রামস্থ চরারহাট বাজারে পৃথক অন্য একটি অভিযান পরিচালনা
করে ১৫৫ (একশত পঞ্চান্ন) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আসামী মোঃ রবিউল
ইসলাম (৩৫), পিতা- মোঃ সাদেক আলী খান, সাং- ছোট চেংগ্রাম, থানা-
হাকিমপুর, জেলা-দিনাজপুর’কে আটক করে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে
উক্ত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক ব্যবসায়
জড়িত এবং দিনাজপুর সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের
বিভিন্ন জায়গায় সরবরাহ করত। র্যাব বাদী হয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে
দিনাজপুর জেলার কোতয়ালী এবং নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
পৃথক ০২টি মামলা দায়ের করেছে এবং আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা
রয়েছে।
Leave a Reply