গাইবান্ধা জেলার পলাশবাড়ী যুব সংস্থার আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পৌর মেয়র ও কাউন্সিলারদের সংবর্ধনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী পৌর এলাকার বৈরী হরিণ গ্রামের খোলামাঠে বিশিষ্ট ব্যবসায়ি বদিউজ্জামান বদের সভাপতিত্বে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও মেয়র এবং কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডে কাউন্সিলর আসাদুজ্জামান শেখ ফরিদ। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ। আলোচনা শেষে মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করে ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের হাতে পুরুস্কার বিতরণ করেন অতিথি ও আয়োজক কমিটির নেতৃবৃন্দ। এদিকে এদিন সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নে চকবালা গ্রামে চকবালা বন্ধু মহল সমবায় সমিতির আয়োজনে ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে ৪ র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গসহ উক্ত সমিতির পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ। শেষে অনুষ্ঠানে প্রধান অতিথিকে সংবর্ধনা ও সম্মানোনা ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply