বাংলাদেশ টেলিভিশন সংগীত শিল্পী গোষ্ঠী পরিচিতি সভা আজ চট্টগ্রাম channel-26 চট্টগ্রাম অফিসে পরিচিতি সভা আয়োজন করেন এতে সভাপতিত্ব করেন সাংবাদিক কে এম আবুল কাশেম অনুষ্ঠান পরিচালনা করেন শিল্পী রমজান আলী প্রেম উপস্থিত ছিলেন সুকন্ঠ অধিকারী গীতিকার ও সুরকার জসীমউদ্দীন শিল্পী সূজনশীল বাংলাদেশ চিত্র জগতের বিলিয়ান তারকা ও সিঙ্গার রিদওয়ান সাংবাদিক কে এম আবুল কাশেম আপনাদের আমাদের সুপরিচিত তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী বাংলাদেশ টেলিভিশন সংগীতশিল্পী সদস্য শাহাদাত পরদেশী রুবেল কাওয়াল আকাশ তারা সংগঠনের চেয়ারম্যান কণ্ঠশিল্পী রমজান আলী প্রেম বাংলাদেশ অভিনয় জগতের অভিনেতা দেব চৌধুরী জাহিদুল ইসলাম প্রমুখ
Leave a Reply