হিলি স্থলবন্দর প্রতিনিধি:
করোনা মহামারী কালিন দিনাজপুরে হাকিমপুর উপজেলার ৫৫ জন দরিদ্র ও কর্মহীন হিজড়ার নিকট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সকাল বুধবার ১১ টায় লাইট হাউজের উদ্যোগে চার মাথা অফিস প্রাঙ্গণে হিলি লাইট হাউজের সাব ডিআইসি জাহাঙ্গীর আলম এসব খাদ্য সামগ্রী দরিদ্র ও কর্মহীন হিজড়াদের মাঝে তুলে দেওয়া হয়।
এসময় হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,হিলি লাইট হাউজের অডিটলেট ম্যানেজার মোস্তাফিজুর রহমান ও লাইট হাউজের অডিটলেট ইনচার্জ আবু তাহের সহ অনেকে উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১২ কেজি চাল,৪ কেজি আলু,২ কেজি মশুর ডাল,২ লিটর সয়াবিন তৈল,২ কেজি লবণ,২ কেজি পেঁয়াজ।
Leave a Reply