নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃজয়পুরহাটে পৃথক অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিল ও ১ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার(৭-জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চক দাদরা ও বিষ্ণুপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সদর উপজেলার চক দাদরা উপরচক গ্রামের জালাল উদ্দিনের ছেলে উজ্জল হোসেন (২২), পাঁচবিবি উপজেলার রতনপুর বাজারের আঃ সোবহানের ছেলে আয়নাল হক (৩৬), কুয়াতপুর গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে বাবলু মিয়া ও পাঁচবিবির আয়মারসুলপুর গ্রামের মৃত নুুরুল ইসলামের ছেলে কামাল হোসেন (৪১)।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান জানান, সদর উপজেলার চক দাদরা গ্রামে একটি বাড়িতে বিক্রির উদ্দেশ্যে মাদক রাখা হয়েছে এমন গোপন সংবাদ আসে পুলিশের কাছে। এমন সংবাদের ভিক্তিতে পুলিশের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় উজ্জলের বাড়িতে গোপন অবস্থায় রাখা ৮০ বোতল ফেন্সিডিল সহ উজ্জল, আয়নাল ও বাবলুকে আটক করা হয়।
এদিকে সদর উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে ১ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ কামাল হোসেনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply