সুমন ইসলাম বাবু, লালমনিরহাট:লালমনিরহাট ডিবি পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ভোটমারী এলাকা থেকে ময়মনসিংহগামী কর্ণফুলী স্পেশাল নামক রিজার্ভ বাসে গাঁজা বহনের সময় লালমনিরহাট সদর থানাধীন পুলিশ তিস্তা টোলপ্লাজা থেকে ১ হাফিজুর রহমান (৩৩), (ড্রাইভার), পিতাঃ-এছাহাক আলী, সাং-পশ্চিম ঢাকনাই, ইউপিঃ মহেন্দ্রনগর, ২ মোঃ নুরনবী ইসলাম (২৭), (সহকারী ড্রাইভার), পিতাঃ মোঃরফিকুল ইসলাম, সাং-তালুক খুটামারা, বর্তমান সাং বালাটারি। উভয়ের থানা ও জেলা লালমনিরহাট। ডিবি পুলিশ গোপন সংবাদে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে বাসটিকে। এ সংক্রান্তে পলাতক আসামি সহ উপরোক্ত আসামীদের বিরুদ্ধে লালমনিরহাট থানায় মামলা নং-৭, তারিখ-ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১৯ (গ)/৩৮/৪১ রুজু করা হয়েছে। উদ্ধারকারী-এসআই মাহামুদুল হাসান, এএসআই আশদুল সহ সঙ্গীয় অফিসার ফোর্স। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ বলেন, সদর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাড়িসহ ৫৫ কেজি উদ্ধার করে।
Leave a Reply