বিজয়ের পঞ্চাশতম বছর পদার্পণে সেইসব নির্ভীক যোদ্ধাদের স্মরণে তাদের এই নিবেদন।
আসছে ১৪,১৫ এবং ১৬ ডিসেম্বর ২০২০, দ্বিতীয়বারের মত নিজেদের মৌলিক পরিবেশনা নিয়ে উপস্থিত হচ্ছে “নৈনামিক”। একদল উদ্যমী তরুণ যোদ্ধাদের মতই নির্ভীক কণ্ঠে গেয়েছে তিনটি গান যা পরপর তিনদিন মুক্তি পাবে। “নির্ভীক চোখ” গানটি ১৪ তারিখ, “যোদ্ধা” গানটি ১৫ তারিখ এবং “বিজয়ের দিন” গানটি ১৬ তারিখে মুক্তি পেতে চলেছে। গানগুলোর কথা লিখেছেন যথাক্রমে, ‘চিশতী কানন’, ‘সঞ্জীবন চক্রবর্তী’ এবং ‘শাওন জামান’। ‘বিজয়ের দিন’ গানটির সুর করেছেন ‘ইফাত জামান’।
গানগুলো নিয়ে ব্যান্ড সদস্যরা বলেন,
” ‘মুজিব বর্ষে’ আর বিজয়ের ৫০ তম বছর পদার্পণের আনন্দ উৎসবে ১৪,১৫, ও ১৬ তারিখে আমরা “নৈনামিক” ৩ টি ভিন্ন আঙ্গিকে ৩ টি দেশের গান নিয়ে আসছি। ‘নির্ভীক চোখ’ গানটি আমরা আমদের ‘শহীদ বুদ্ধিজীবীদের’ নিয়ে করেছি। ১৫ এবং ১৬ তারিখের গান দুইটি দেশ এবং আমাদের বিজয় নিয়ে করা। এ বছরেই ৩১ শে আগস্ট আমরা আমদের প্রথম মৌলিক গান ‘দেশ বাংলাদেশ’ প্রকাশ করি। প্রথম গানটি ছিল জাতির জনক “বঙ্গবন্ধু” কে নিয়ে আর এইবারে বর্তমান প্রজন্ম আর যুদ্ধবিজড়িত মানুষদের স্মরণ করে।
ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে আরও বেশি করে তুলে ধরতে ‘নির্ভীক চোখ’ গানটির সংগীতচিত্র ধারণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন ‘অনিক কান্তি সরকার’। আগামী ১৪ ডিসেম্বর “নৈনামিক” এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে গানটির মিউজিক ভিডিও।
এ বিষয়ে পরিচালক অনিক বলেন,
“আমি মুক্তিযুদ্ধ দেখি নি। কিন্তু মুক্তিযুদ্ধ আমার গর্ব। “নির্ভীক চোখ” গানটি শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে করা। আমার কাছে গানটি বেশ ভালো লেগেছে। আমার জানামতে, জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নিয়ে কোনো ব্যান্ডের প্রকাশিত এইটাই প্রথম কোনো গান। তাই, আমি আর দেরি করিনি। গানটি শুনা মাত্রই আমি চিত্র গ্রহনের কাজে নেমে পড়ি। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ “নৈনামিক” কে আমাকে এই রকম একটি গানের চিত্রগ্রহণ করতে সহযোগিতা করার জন্য।”
Leave a Reply