মোঃ তাজুল ইসলাম নীলফামারী: সীমানা জটিলতার অবসান ঘটিয়ে দীর্ঘ ৯ বছর পর নীলফামারী জেলার সদর উপজেলার ৫নং টুপামারী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ধানের শীষ ও নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে দিয়েছে চশমা প্রতীক নিয়ে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী মছিরত আলী শাহ্ ফকির। তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইয়েদুর রহমানকে ৪৯৮৬ ভোটে ও নৌকা প্রতীকের প্রার্থী আবুল কাশেম শাহ্ কে ২৩৭৫ ভোটে ব্যবধানে পরাজিত করে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ ও ভোট গণনা শেষে রাত ১০ টার দিকে সদর উপজেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা সদর উপজেলা নির্বাচন অফিসার আফতাব উজ্জামান। নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ৯টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী মছিরত আলী শাহ্ ফকির চশমা প্রতীকে ৮২৭০ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কাশেম ভোট পেয়েছেন ৫৯৯৮। বিএনপি প্রার্থী সাইয়েদুর রহমান ভোট পান ৩২৯৭। এ নির্বাচনে সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দি ছিলেন। অপরদিকে সাধারণ সদস্য পদে মোট প্রতিদ্বন্দি প্রার্থী ছিলেন ৩৯ জন। বিকাল ৫টা পর্যন্ত চলা ভোট গ্রহণে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মোট ভোট পড়েছে ৮৫ শতাংশ। মোট ভোটার সংখ্যা ২০৯৯৭। পুরুষ ভোটার ১০৭২৬ জন মহিলা ভোটার ১০২৩৫ জন।
Leave a Reply